
গত শনিবার ১২ই সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতা’লে পুত্রসন্তানের জন্ম দেন অ’ভিনেত্রী শুভশ্রী। বাবা হয়েছেন রাজ চক্রবর্তী। জন্মের পর থেকেই ভাই’রাল তাঁদের পরিবারের নতুন সদস্য। সন্তান জন্ম দেওয়ার পর সেদিন বিকেলে শুভশ্রী তাঁর সোশ্যাল হ্যান্ডেলে ছে’লের সঙ্গে ছবি পোস্ট করেন যা মূহুর্তে ভাই’রাল হয়ে যায়।
দিন দুই আগে পরিচালক রাজ চক্রবর্তী তাঁর পুত্র ছোট্ট যুভানের সঙ্গে একান্ত আলাপচারিতার ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছোট্ট যুভান বাড়িতে গিয়ে কী’ কী’ করবে তা নিয়ে কথা বলে চলেছিলেন অনর্গল। এবার যুভান তার মাসি অর্থাৎ শুভশ্রী গাঙ্গু’লির দিদি দেবশ্রী গাঙ্গু’লির কোলে চেপে পোজ দিল।

সেখানে তার মাসি লিখেছেন এক মন খোলা লম্বা চিঠি। যেখানে তিনি লিখেছেন, প্রথম দিন থেকে তাঁর আসার খবর, এরপর একটা একটা করে দিন গোনা। মাঝে করো’না, আমফান সবকিছু মিলিয়ে ছোট্ট শি’শুর আসার অ’পেক্ষা। আর এইসব মিলিয়ে একটি খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবশ্রী গাঙ্গু’লি।
Leave a Reply