
গুঞ্জন নয়, এবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কাক্কর। দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লির গুরুদুয়ারায় শনিবার (২৪ অক্টোবর) বিয়ের কাজ সম্পন্ন করেন এই তারকা।
নিজের বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি নিজে শেয়ার করছেন নেহা। গতকাল শেয়ার করেছেন তার গায়ে হলুদের বেশ কিছু ছবি। আজ শেয়ার করেছেন মেহেদি অনুষ্ঠানের ছবি। যেখানে নেহাকে রোহনপ্রীত সিংয়ের সাথে প্রে’মে মগ্ন থাকতে দেখা গেছে!
বিয়েতে রোহান পরেছেন শেরওয়ানি আর নেহা পরেছিলেন দোপাট্টা। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব। আজ বিয়ে হলেও ২৬ অক্টোবর পাঞ্জাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নেহা।

কদিন আগেই প্রকাশ্যে এসেছে নেহা ও রোহনপ্রীতের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও ‘নেহু দ্য বিহা’। ফলে অনেকেই ধারণা করেছিলেন আদৌ কি নেহা বিয়ে করতে যাচ্ছে নাকি এই বিয়ের নাট’ক গানের প্রচারণার জন্য!
Leave a Reply